Wellcome to National Portal
Main Comtent Skiped

প্রকল্প

 বাস্তবায়নাধীন প্রকল্প সমূহ:

 

ক) ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট :

 

           এই প্রকল্পের আওতায় নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নে বিভিন্ন কার্যক্রম চলমান। এই প্রকল্পে মোট ৬৩ টি সি.আই.জি (কমন ইন্টারেস্ট গ্রুপ) গঠন করা হয়েছে এবং এদের কার্যক্রম পরিচালনার জন্য ২১ জন সিল (কমিউনিটি এক্সটেনশন এজেন্ট ফর লাইভস্টক) নিয়োগ প্রদান করা হয়েছে। প্রতি সিআইজি-তে ২০ জন হিসেবে মোট ১২৬০ জন খামারী এই প্রকল্পের বিভিন্ন সেবা গ্রহন করছেন।

 

প্রকল্পের উল্লেখযোগ্য কার্যক্রম সমূহ হচ্ছে-

 

১) খামারীদের প্রশিক্ষণ প্রদান,

২) দলনেতাদের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ,

৩) প্রাণিসম্পদ প্রযুক্তি প্রদর্শনী,

৪) বিনামূল্যে কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইন,

৫) বিনামূল্যে গবাদিপশুর টিকা প্রদান ক্যাম্পেইন,

৬) উপজেলা মেলা,

৭) খামারীদের উদ্ধুদ্ধকরন ভ্রমন, ইত্যাদি।

ক) ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট।

খ) হাইলি প্যাথজেনিক এভিয়ান ইনফ্লুয়েন্জা সার্ভিলেন্স প্রজেক্ট।